spot_img

টিকটকের ক্যাশ মেমোরি মুছে ফেলতে যা করবেন

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে নতুন ভিডিও পোস্ট করার পাশাপাশি অন্যদের পোস্ট করা ভিডিও দেখেন অনেকে। আর তাই ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ভিডিও প্রদর্শনের জন্য তাঁদের বিভিন্ন তথ্য জমা করে থাকে টিকটক অ্যাপ, যা ক্যাশ মেমোরি নামে পরিচিত। ক্যাশ মেমোরি বেশি থাকলে স্মার্টফোনের ধারণক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি টিকটক অ্যাপ ধীরগতির হয়ে যায়। তবে চাইলেই টিকটক অ্যাপের ক্যাশ মেমোরি নিয়মিত মুছে ফেলে এ সমস্যার সমাধান করা যায়।

ক্যাশ মেমোরি মুছে ফেলতে কী করবেন
ক্যাশ মেমোরি মুছে ফেলার জন্য প্রথমে স্মার্টফোন থেকে টিকটক অ্যাপে প্রবেশ করে নিচের ডান কোণে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। এরপর প্রোফাইল পেজের ওপরের ডান কোণে থাকা হ্যামবার্গার আইকনে ট্যাপ করতে হবে। এবার পপআপের প্রদর্শিত মেনু থেকে সেটিংস এবং প্রাইভেসি অপশন নির্বাচন করে নিচে থাকা ক্যাশ অ্যান্ড সেলুলার অপশনে যেতে হবে। এরপর ফ্রি আপ স্পেস ট্যাপ করে ক্যাশের পাশে থাকা ক্লিয়ার অপশন নির্বাচনের পর পপআপ উইন্ডোতে থাকা ক্লিয়ার বাটনে পুনরায় ক্লিক করতে হবে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো

সৌদি পেশাদার লিগ আল নাসরেতে দুই বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ