spot_img

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের সম্পৃক্ততা নেই : প্রেস সচিব

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা বেসরকারি উদ্যোগ হিসেবে দেখছি। এর সাথে অন্তর্বর্তী সরকারের কোনও সম্পর্ক নেই। রোববার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়।

সচিবালয়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, সচিবালয় একটা ক্রাইম সিন। সেখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে সরকার। আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে।

তিনি আরও বলেন, তদন্তের আলামত রক্ষার স্বার্থেই সচিবালয়ে সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিদের চলাচল সীমিত করা হয়েছে। তবে আগামীকাল থেকে প্রথম পর্যায়ে দুইশত জন সাংবাদিক অস্থায়ী পাস পাবেন।

প্রসঙ্গত, আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানায় প্ল্যাটফর্মটি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের...

এই বিভাগের অন্যান্য সংবাদ