spot_img

শামি-সানিয়া মির্জার সম্পর্কের খবর আসল নাকি ভুয়া?

অবশ্যই পরুন

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এখন একা। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর সন্তান নিয়েই সময় পার করছেন তিনি। অপর দিকে ক্রিকেটার মোহাম্মদ শামিও হাসিন জাহানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন সিঙ্গেল।

কিন্তু সম্প্রতি শামি-সানিয়ার নানা ধরনের ছবি সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে দুজনকে। কেউ কেউ লিখেছেন, দুবাইতে দুজন ডেট করছেন। কেউ আবার তুষারপাতের মাঝে দুজনের ছবি দিয়ে লিখেছেন, কাশ্মিরে দুই সেলিব্রেটি মজেছেন প্রেমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এমন সব ছবি ভাইরাল তখন প্রশ্ন উঠছে, আদতেই কি শামি-সানিয়া কোনো সম্পর্কে রয়েছেন?

দু’জনের পক্ষ থেকে অবশ্য কোনো বক্তব্য কোনো মাধ্যমেই পাওয়া যায়নি। দু’জনের ফেসবুক প্রোফাইলেও নেই তেমন কোনো কিছুই। তবে কি যা ছড়াচ্ছে, সবই গুজব?

ফ্যাক্টচেক:

মোহাম্মদ শামি আর সানিয়া মির্জার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রযুক্তির সহায়তার অনুসন্ধান করে দেখা গেছে, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জেনারেটেড। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব ছবি বানানো হয়েছে।

মূলত ভারতীয় ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ছবি ছড়ানো হচ্ছে। অন্য ভারতীয় ক্রিকেটারদের নিয়েও সেসব পেজে এআই জেনারেটেড ছবি পাওয়া গেছে।

এরআগেও চলতি বছরের মাঝামাঝি দুজনের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেবার অবশ্য সানিয়ার বাবাই এমন গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দেন।

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ