আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে পাকিস্তান। টেস্ট শুরুর এক দিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিরতির পর আবারও একাদশে ফিরেছেন বাবর আজম। একাদশ থেকে বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক। মূলত বাবর ফেরায় বাদ পড়েছেন শফিক। এর আগে স্কোয়াডে রাখা হয়নি শাহিন আফ্রিদিকে। বিশ্রামে আছেন এই পেসার।
বাবর ফেরায় শক্তি বেড়েছে পাকিস্তানের ব্যাটিংয়ে। টপ অর্ডারে তার সঙ্গে আছেন সায়িম আইয়ুব ও শান মাসুদ। মিডল অর্ডারে আছেন রিজওয়ান-সাউদ শাকিলরা। অলরাউন্ডার হিসেবে আছেন সালমান আলী আঘা ও আমের জামাল। পেস আক্রমণে আছেন নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ।
এই সিরিজের দুই ম্যাচের একটিতে জিততে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা। তাই এই ম্যাচটি প্রোয়টিয়াদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
পাকিস্তান একাদশ:
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউথ শাকিল, সালমান আলী আগা, আমের জামাল, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাস।