আবারো মাঠে ফিরছেন ইনজুরিতে থাকা সাইফউদ্দিন। সম্প্রতি ইনজুরির ধকল কাটিয়ে নিজেকে প্রস্তুত করেছেন এই অলারাউন্ডার। বর্তমানে পুরোপুরি ফিট তিনি। সব ঠিক থাকলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে নামবেন সাইফউদ্দিন।
এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন সাইফউদ্দিন। ইনজুরি চক্রে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। ইনজুরির কারণে রংপুর রাইডার্সের হয়ে শেষের কয়েকটি ম্যাচ আর খেলা হয়নি। ডাগআউটে বসেই সময় কেটেছে তার।
ইনজুরি কাটিয়ে ওঠতে নিয়মিত অনুশীলন করছেন সাইফউদ্দিন। মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় তাকে। ফিটনেসে ফিরে আসতে ক্লান্তিহীন কাজ করছেনি তিনি। আবারো মাঠে ফিরতে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে ইফতেখার ইফতির সাথে কাজ করছেন এই ক্রিকেটার।
বিসিবির ট্রেনার ইফতি জানান, ‘ইনজুরিটা আগের চেয়ে উন্নতি হয়েছে। মাঠে ফেরার লড়াইয়ে নিজেকে তৈরি করছেন প্রতিদিন। বিপিএলের শুরু থেকেই খেলতে পারবেন। বল ও ব্যাটে দু’টোতেই ফিরতে পারবেন তিনি।
বিপিএলের গেল আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠে দেখা গিয়েছিল সাইফউদ্দিনকে। অনবদ্য পারফরম্যান্সে বরিশালের বিপিএল শিরোপা জেতায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাঠের আসরটা রাঙিয়েছেন সাচ্ছ্যন্দে। ইনজুরি কাটিয়ে এবার শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবেন রংপুরের হয়ে।