spot_img

চ্যাম্পিয়নস ট্রফিতে যে গ্রুপে বাংলাদেশ

অবশ্যই পরুন

দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ আসর শুরুর ৫৬ দিন আগে ঘোষণা করা হলো সময়সূচি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে টাইগারদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে এই আসরের। দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজনের কথা ছিল পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায়। সে নিয়ে শুরু থেকেই চলতে থাকে নানা নাটকীয়তা। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি।

টুর্নামেন্টে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ দুটিও হতে পারে দুবাইয়ে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সূচি ঘোষণা করেছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, সেমিফাইনাল ১-এ ভারত থাকবে, যদি তারা উঠতে পারে, এবং অনুষ্ঠিত হবে দুবাইয়ে। একইভাবে সেমিফাইনাল ২-এ থাকবে পাকিস্তান, যদি তারা উঠতে পারে, যেটা পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। আইসিসির চূড়ান্ত সূচিতে ফাইনাল ম্যাচের ভেন্যু লাহোর।

টুর্নামেন্টে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ দুটিও হতে পারে দুবাইয়ে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সূচি ঘোষণা করেছে আইসিসি।

mach

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ ‘এ’ তে রয়েছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’ তে আছে- ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশি তারকা

বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছেন। পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এমনটা নিশ্চিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ