spot_img

চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান

অবশ্যই পরুন

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে এখনো প্রকাশ পায়নি চ্যাম্পিয়নস ট্রফির সূচি। তবে ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে তার রূপরেখা। যেখানে দেখা যাচ্ছে, প্রথম ম্যাচেই বড় পরীক্ষা দিতে হবে টাইগারদের, মুখোমুখি হবে ভারতের।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তরফ থেকে এখনো সূচি ঘোষণা হয়নি। তবে জানা গেছে, আগামী ১৯ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে পাকিস্তানে।

১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ মাঠে নামবে দ্বিতীয় দিনে। ২০ ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ের মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত ম্যাচটি।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে আট দল। যা ভাগ করা হয়েছে দু’ভাগে। এর মাঝে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ভারতের ম্যাচগুলোহবে হাইব্রিড মডেলে, দুবাইয়ে।

রোববার সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

একই মাঠে ২৩ ফেব্রুয়ারি সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত দুবাইয়ে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি হবে ২ মার্চ।

এদিকে পাকিস্তান ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে, রাওয়ালপিন্ডিতে। বাকি ম্যাচগুলোর সূচি সম্পর্কে জানতে অবশ্য অপেক্ষা করতেই হচ্ছে দর্শকদের।

৪ ও ৫ মার্চ গড়াবে দুই সেমিফাইনাল। দু’টি ম্যাচের জন্যই এক দিন করে রিজার্ভ রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে ৪ মার্চ খেলবে দুবাইয়ে। ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপা নির্ধারণীও সেখানেই হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে ওই ম্যাচ পাকিস্তান আয়োজন করবে।

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের তারিখ ও ভেন্যু প্রকাশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। যদিও এখনো চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষায় রয়েছে ক্রিকেটভক্তরা। যদিও তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ