spot_img

আন্দোলনে নিহতদের প্রতিই আমাদের দায়বদ্ধতা, এর বাইরে কেউ নয়: উপদেষ্টা ফাওজুল

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জুলাই-আগস্টে নিহত এবং যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের প্রতিই আমাদের দায়বদ্ধতা। এর বাইরে অন্য কারও প্রতি দায়বদ্ধ নই।

আজ শনিবার (২১ ডিসেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

জ্বালানি খাতে বিভিন্ন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ভারতের আদানি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানি একটি আন্তর্জাতিক চুক্তি। এ ধরনের চুক্তি হুট করে বন্ধ করা সম্ভব নয়।

তিনি আরও উল্লেখ করেন, বিগত সময়ে অনেক চুক্তি দেশের স্বার্থে হয়নি। ২০১০ সালের আইনের অধীনে কিছু অন্যায় চুক্তি হয়েছে, যা আমরা বাতিল করেছি। ভবিষ্যতে এ ধরনের চুক্তি যেন না হয়, সে বিষয়ে আমরা কাজ করছি।

বিদ্যুৎ আমদানি ও চুক্তি পর্যালোচনার জন্য সাবেক বিচারপতি মঈনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ফাওজুল কবির খান জানান, এই কমিটি আদানি কোম্পানিসহ সাতটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা চুক্তি রাখার বিষয়ে সিদ্ধান্ত নেব।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমাদের দায়িত্ব হলো সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা। আমরা একটি স্বচ্ছ ও জনকল্যাণমূলক গাইডলাইন তৈরি করতে কাজ করছি।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ