spot_img

টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন

অবশ্যই পরুন

টঙ্গীতে তাবলীগ জামাতের জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেলে র‍্যাব ৩ নিরাপত্তা জোরদার করেছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে জুবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা সকাল পর্যন্ত চলমান ছিল।

নিহতেরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে রয়েছেন আ. রউফ (৫৫), মজিবুর রহমান (৫৮), জহুরুল ইসলাম (৩৮), আরিফ (৩৪), ফয়সাল (২৮), তরিকুল (৪২), এবং আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাদপন্থিরা রাত ৩টার দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন দিক দিয়ে ইজতেমা মাঠে প্রবেশের চেষ্টা করে। এ সময় মাঠের ভেতরে থাকা জুবায়েরপন্থিরা ইটপাটকেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে সাদপন্থিরাও হামলা চালায়।

সংঘর্ষের একপর্যায়ে সাদপন্থীরা ইজতেমা মাঠে প্রবেশ করে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে ইজতেমা মাঠে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সাদপন্থীদের প্রভাবশালী মুরুব্বি মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় দাবি করেছেন, আমরা ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছি। জুবায়েরপন্থিদের আক্রমণে আমাদের তিন ভাই শহীদ হয়েছেন।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম জানান, এখন পর্যন্ত তিনজন নিহত এবং অসংখ্য আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ