spot_img

ভারত থেকে আসলো ১৯০০ টন আলুর দ্বিতীয় চালান

অবশ্যই পরুন

ভারত থেকে ট্রেনযোগে দ্বিতীয় চালানে ১,৯০০ টন আলু মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে। ভারতীয় পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো ট্রেনের মাধ্যমে ৪২টি ওয়াগনে এ আলুর চালানটি আসে।

বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট ‘লজিস্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেড’ এর প্রতিনিধি ফারুক ইকবর ডাবলু জানান, ট্রেনটি রাত ৯টার দিকে খালাসের জন্য যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয়। নওয়াপাড়ায় আলু খালাস শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।

রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদা জেলার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিলাক্স ইন্টারন্যাশনাল চালানটি সরবরাহ করেছে। চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ এটি আমদানি করেছে। ৪২ ওয়াগনে ৩৮ হাজার ব্যাগ আলুর ওজন ১৯ লাখ কেজি। এ চালানের আমদানি মূল্য চার লাখ ৩৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রতিকেজি ২৭ টাকা ৬০ পয়সা।

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত খালাস কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এর আগে ১২ ডিসেম্বর প্রথম চালানে ৪৬৮ টন আলু ট্রেনে করে বেনাপোল বন্দরে পৌঁছেছিল। সেটি নওয়াপাড়া থেকে খালাসের পর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্সের মাধ্যমে সরবরাহ করা হয়।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ