spot_img

মাধ্যমিকে ভর্তির ডিজিটাল লটারির ফলাফল প্রকাশ

অবশ্যই পরুন

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির উদ্দেশ্যে ডিজিটাল অনলাইন লটারি ফলাফল প্রকাশিত হয়েছে।

২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৬৮০টি সরকারি এবং ৩১৯৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১২ নভেম্বর এবং শেষ হয় ৩১ নভেম্বর।

এই প্রক্রিয়ায় মোট ১,০৮,৭১৬টি শূন্য আসনের বিপরীতে সরকারি বিদ্যালয়ে ৬,৩৫,০৭২টি এবং বেসরকারি বিদ্যালয়ে ১০,৭৬,৭৩৩টি শূন্য আসনের বিপরীতে ৩,৪৮,৪৬৭টি আবেদন জমা পড়ে।

এছাড়া, আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের জন্য শ্রেণিভিত্তিক বণ্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি ব্যবহার করা হয়। লটারির ফলাফল ডিজিটাল সফটওয়্যার দ্বারা র্যান্ডম পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয়।

এই নির্বাচনী প্রক্রিয়া সরকারি নিয়ম অনুসরণ করে সম্পন্ন হয়েছে এবং সকল কোটা (সাধারণ, ক্যাচমেন্ট, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, অক্ষম ব্যক্তি, প্রতিবন্ধী কোটা ইত্যাদি) যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

এছাড়াও, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানে ডিজিটাল লটারি কার্যক্রমে সম্পূর্ণ সঠিকতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী এবং সভাপতির ভূমিকা পালন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. মোজাক্কার হোসেন চৌধুরী।

ডিজিটাল লটারি ফলাফল চেক করতে https://gsa.teletalk.com.bd ও https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট বা টেলিটক মোবাইল এসএমএস সেবার মাধ্যমে জানা যাবে। এসএমএস পদ্ধতি: GSA<Space> Result<Space>User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ