spot_img

বাগদান সারলেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কোর

অবশ্যই পরুন

মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজের প্রেম নিয়ে গুঞ্জন চলতেই থাকে। এবার ভক্তদের অবাক করে বাগদান সারলেন তিনি। প্রযোজক-গীতিকার বেনি ব্লাঙ্কোরের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি। তারা দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। এক বছরেরও বেশি সময় ডেটিং করার পর বাগদান সারলেন এই তারকাযুগল।

ভোগ ম্যাগাজিন থেকে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে সংবাদটি শেয়ার করে গোমেজ। ক্যাপশনে লিখেছেন, চিরকালের জন্য যাত্রা শুরু হলো। গায়িকার এই পোস্টে ভক্তদের নজর কেড়েছে তার হাতের হীরার আংটি। কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। পোস্টের কমেন্টে বেনি লিখেছেন, ‘এই দেখো… এটা তো আমার স্ত্রী।’

এই জুটিকে নিয়ে আলোচনা শুরু হয় গতবছর থেকেই। তবে তারা সম্পর্কের বিষয়টি সামনে আনেন ২০২৩ সালের ডিসেম্বরে। যদিও প্রেমের সম্পর্কের আগে থেকেই তারা পেশাগত কারণে দুজন পরিচিত। ২০১৫ সালে সেলেনার ‘সেইম ওল্ড লাভ’ ও ‘কিল এম উইথ কাইন্ডনেস’ প্রযোজনায় ছিলেন বেনি। এরপর ২০১৯ সালের ‘আই ক্যান্ট গেট এনাফ’-এ তারা আবার একসঙ্গে কাজ করেন।

সম্প্রতি, সেলেনা ‘এমিলিয়া পেরেজ’ ও ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ এর জন্য গোল্ডেন গ্লোবস নমিনেশন পেয়েছেন। অন্যদিকে, বেনি তার সংগীত প্রতিভার জন্য বিখ্যাত, যিনি রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, এবং এসজেডএ-র মতো শিল্পীদের জন্য হিট গান তৈরি করেছেন।

ভ্যানিটি ফেয়ারকে দেয়া একটি সাক্ষাৎকারে সেলেনা বলেন, সে আমার জীবনের এক আলোকশিখা। আমি এমন ভালোবাসা আগে কখনও পাইনি। সে আমার সেরা বন্ধু। আমি তাকে সব কিছু বলতে পারি। তাদের বাগদান উদযাপনে টেলর সুইফট, জেনিফার অ্যানিস্টন, এবং কার্ডি বি-র মতো তারকারা অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ