spot_img

আসাদ সরকারের পতনে জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র দায়ী করল ইরান

অবশ্যই পরুন

বাশার আল আসাদের পতনে যোগসাজশ রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এমন অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার দাবি, ওয়াশিংটন ও তেলআবিবের ষড়যন্ত্রের প্রমাণও রয়েছে তাদের কাছে।

এছাড়াও নাম উল্লেখ না করেই সিরিয়ার প্রতিবেশী আরেকটি দেশকেও দায়ী করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বাশার আল আসাদকে সহযোগিতা করে আসছিলো ইরান। বাশার ক্ষমতাচ্যুত হওয়ায় এখন দেশটিতে আধিপত্য হারিয়েছে তারা।

খামেনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পরিকল্পনার ফল। সিরিয়ার এক প্রতিবেশী দেশও এই ইস্যুতে ভূমিকা রেখেছে।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া আন্দোলন থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ