spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গান গাওয়া পারশা এখন সিনেমায়

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারশা মাহজাবীন পূর্ণি তার লেখা-সুরে ‘চলো ভুলে যাই’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন। জনপ্রিয়তার কারণে মডেলিং করার অফার পেয়েছেন। নাটকেরও । এবার পেলেন সিনেমায় অভিনয়ের অফার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন পারশা মাহজাবীন। ‘ঘুমপরী’ নামের ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। ছবিটিতে আরও কাজ করবেন তানজিন তিশা, প্রীতম হাসান প্রমুখ।

নতুন সিনেমায় যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত পারশা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’ জানা গেছে ‘ঘুমপরী’ ভালোবাসার গল্প। সঙ্গে থাকবে রহস্য। শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং।
প্রীতমের বিপরীতে দেখা যাবে তাকে। সেই আনন্দে একটা বিড়াল নিয়ে গান গেয়ে ছবি আপলোড করেন তিনি।

দিনাজপুরের মেয়ে পারশা ২০১৯ সালে হঠাৎ চ্যানেল খোলেন ইউটিউবে। তাতে আপলোড করতে থাকেন কাভার গান। সবই চলছিল সরল গতিতে। হঠাৎ তার জীবনগতি বদলে দেয় ওই গানটি। পারশা মাহজাবীন বলেন, “চলো ভুলে যাই” গানটি আমাকে অনেক কিছু দিয়েছে। এই গানের জন্য অনেক মানুষের ভালোবাসা পেয়েছি।’ পারশার চ্যানেলে গেলেই গানটি শোনা যাবে। তবে ‘চলো ভুলে যাই’ গানটি নতুন করে রেকর্ড হবে বলে জানালেন শিল্পী।

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ রাষ্ট্রপতির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে...

এই বিভাগের অন্যান্য সংবাদ