spot_img

অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল-বশির, যা জানাল বাশার বাহিনী

অবশ্যই পরুন

স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর বিদ্রোহীদের নিয়ে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ৪১ বছর বয়সি মোহাম্মদ আল-বশির। তিনি সরকারবিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় শীর্ষ পদে তার দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাচ্যুত বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি। তিনি এই ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সম্মতি জানিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। 

আসাদ সরকারের পতনের একদিন পর সোমবার (৯ ডিসেম্বর) রাজধানী দামেস্কোতে স্থবিরতা কেটে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের শক্তিশালী হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সিরিয়ায় ইসরায়েলের বিমানবাহিনীর ইতিহাসে অন্যতম বড় অভিযান চালানো হচ্ছে। সিরীয় সেনাবাহিনীর ডজন খানেক যুদ্ধবিমান, মিসাইল কারখানাসহ শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী। সামরিক স্থাপনা ছাড়াও একাধিক গবেষণাগারেও হামলা চালিয়েছে তেল আবিব।

যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন অঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠছে নানা বিদ্রোহী সংগঠন। স্থানীয় সময় সোমবার, জাফরান গ্রামে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের ওপর বন্দুক হামলা চালায় তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ