সিরিয়ার ১৬ মিলিয়ন লোকের জরুরিভিত্তিতে সাহায্যের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা কো-অর্ডিনেশন অব হিউম্যানিটিরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)।
সোমবার (৯ ডিসেম্বর) সংস্থাটি একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটিরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, শুধুমাত্র ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সিরিয়ার পশ্চিম এবং উত্তর-পশ্চিম এলাকা থেকে ১০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। সেখানে জরুরিভিত্তিতে আরো আশ্রয়, খাদ্য এবং স্যানিটেশন সুবিধার ব্যবস্থা করা দরকার।
জাতিসংঘ দফতরটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আলেপ্পো, হামা, হোমস, এবং ইদলিব থেকে প্রাথমিকভাবে নারী এবং শিশুরা বাস্তুচ্যুত হয়েছে। সেখানকার পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং গত কয়েকদিনে অনেক লোক তাদের বাড়ি-ঘরে ফিরছে বলে খবর পাওয়া গেছে।
পরিবহনব্যবস্থা ভেঙে পড়ায় সীমিতসংখ্যক লোক নিত্যপণ্যে এবং মানবিক সাহায্যের আশায় এদিক-সেদিক ছুটছে।
সূত্র : বাসস