সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামাও নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তীব্র লড়াইয়ের পর হামা শহরে প্রবেশ করলো বিদ্রোহীরা। এটি সিরিয়ার কৌশলগত একটি গুরুত্বপূর্ণ শহর। এটি দখলের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরেকটি বড় ধাক্কা দিলো তারা। বিদ্রোহীরা শহর দখলে নেয়ার পর সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।
সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তারা বেসামরিক জীবন রক্ষা এবং শহুরে যুদ্ধ প্রতিরোধ করার জন্য বাহিনীকে পুনরায় মোতায়েন করছে।
বিদ্রোহী বাহিনীর প্রধান হাসান আবদুল গনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তার যোদ্ধারা হামায় প্রবেশ করতে শুরু করেছে। শহরটি তারা মঙ্গলবার রাত থেকে অবরোধ করে রেখেছিলেন। এরপর তীব্র প্রতিরোধের পর শহর নিয়ন্ত্রণে নেয়া হয়।
আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার বলেছেন, হামাকে নিয়ন্ত্রণে নিতে পারা বিদ্রোহীদের জন্য অনেক বড় অর্জন।
সিরিয়ার সীমান্তে তুর্কি শহর কিলিস থেকে সেরদার জানিয়েছেন, মাত্র এক সপ্তাহের মধ্যে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, আলেপ্পো এবং এখন চতুর্থ বৃহত্তম শহরটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
সূত্র : আল জাজিরা