spot_img

সোনামসজিদ দিয়ে আমদানি সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গ সরকারের পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ ঘোষণা করলেও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বুধবার (২৭ নভেম্বর) সারা দিনে প্রায় সাড়ে ৫ হাজার টন পেঁয়াজ ও আলু আমদানি করা হয়েছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন। আমদানিকারক ব্যবসায়ী সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের রপ্তানি বন্ধের পর গত মঙ্গলবার সোনামসজিদ বন্দর দিয়ে কোনো পেঁয়াজ ও আলুর ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে পূর্ববর্তী এলসি অনুযায়ী ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজ ও আলু পাঠাতে শুরু করেন।

শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে সোনামসজিদ বন্দরেও কিছুটা প্রভাব পড়েছিল। কিন্তু বুধবার থেকে ভারতীয় ব্যবসায়ীরা এলসি করা পণ্য পাঠানোর জন্য ট্রাক পাঠান, যার ফলে আমদানি শুরু হয়।

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, মঙ্গলবার বন্দর বন্ধ থাকলেও বুধবার থেকে আমদানি পুনরায় চালু হওয়ায় পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমতে পারে বলে তিনি আশা করছেন। বুধবার সারা দিনে মোট ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ এবং ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু এসেছে।

সর্বশেষ সংবাদ

একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

একজন ‘মায়ের চোখে বাংলাদেশ’ যেমন, বিএনপি তেমন একটি বাংলাদেশ গড়তে চায়। যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী-অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ