spot_img

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ

অবশ্যই পরুন

তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছেই ছিলেন শারমিন সুপ্তা। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন এই ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত নার্ভাস নাইনটিজে ধরা খেলেন সুপ্তা।

সুপ্তার সেঞ্চুরি মিস হলেও তার ৮৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা ঠিকই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে বাংলাদেশ।

এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুরশিদা খাতুনের অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশের মেয়েরা। সেটিই ছিল এতদিন টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।

বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। আজ সকালে সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ওবামা: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার চেয়েছেন। তিনি দাবি করেছেন, ডোনাল্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ