হলিউড অভিনেতা ব্র্যাড পিট শুটিং সেটে আহত হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটের শুটিং সেটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে এই অভিনেতা তার আসন্ন ছবি ‘এফ ওয়ান’ -এর শুটিংয়ের সময়ে গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি দৃশ্যে হোঁচট খেয়ে পড়ে যান।
ভিডিওতে দেখা গেছে, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের উপরে পড়ে যান।
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম, অভিনেতার এফ ওয়ান সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন।
হেলথ আপডেটে বলা হয়েছে, ‘কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিক্যাল হেলপের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সনির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকার। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরো আপডেট পেলে আপনাদের জানাব।’
উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এফ ওয়ান।