ইউক্রেনে দক্ষিণ কোরিয়ার অস্ত্র সরবরাহের পরিণতি ভয়াবহ হবে : রাশিয়া

অবশ্যই পরুন

ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলে দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক সম্পূর্ণভাবে ধ্বংস হবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রে রুদেনকো । সেই সঙ্গে রাশিয়া এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য সব উপায়ে প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার এটি উপলব্ধি করা উচিৎ মন্তব্য করে রুদেনকো বলেন, তাদের সরবরাহকৃত অস্ত্র রুশ নাগরিকদের হত্যা করতে ব্যবহৃত হলে তা আমাদের দুই দেশের সম্পর্ক পুরোপুরি নষ্ট করবে। সেক্ষেত্রে আমরা যেভাবে প্রয়োজন মনে করব, সেইভাবে প্রতিক্রিয়া জানাব। যা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাকে হুমিকির মুখে ফেলবে।

রাশিয়ান কূটনীতিক দক্ষিণ কোরিয়ার প্রশাসনকে পরামর্শ দিয়েছেন, যেন তারা এমন ‘বেপরোয়া পদক্ষেপ’ নেওয়া থেকে বিরত থাকে।

তিনি বলেন, আমি আশা করি যে, সিউল দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে। বাইরের কারও প্ররোচনায় পড়ে স্বল্পমেয়াদী সুবিধার জন্য এমন কাজ করবে না।

ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে দক্ষিণ কোরিয়ার অস্ত্র দেয়ার সিদ্ধান্ত মোটেও সমীচিন নয় বলে মনে করছে রাশিয়া।

এ বিষয়ে রুদেনকোর এই সতর্কবার্তায় পর্যবেক্ষকরা মনে করছেন, মস্কো ও সিউলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে।

রাশিয়ার এই প্রতিক্রিয়া কেবল সামরিক ক্ষেত্রেই নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন তারা। সিউলের প্রতি মস্কোর এই স্পষ্ট বার্তা আন্তর্জাতিক মহলে কিভাবে প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: তাস

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ