এবার দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। শনিবার (১৬ নভেম্বর) ওড়িশা রাজ্যের পূর্ব উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয় নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও) অভিনন্দন জানিয়েছেন। ডিআরডিও নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের পে-লোড বহনে সক্ষম। যার পাল্লা আনুমানিক দেড় হাজার কিলোমিটার।
ভারতের সশস্ত্র বাহিনীর জন্য তৈরি করা হয়েছে এটি। মিসাইল উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তাসহ ডিআরডিও’র বিজ্ঞানীরা।
এর ফলে, বিশ্বের যে কয়টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি ও সফলভাবে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করেছে, তাদের অন্তর্ভুক্ত হলো ভারত।