spot_img

ভোজ্য তেলে শুল্ক ছাড়েও কমতির বদলে বাড়তি

অবশ্যই পরুন

শুল্ক ছাড়ের পরও বাড়ছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম। তবে বোতলজাত সয়াবিন তেলের দর বাড়েনি। ভোজ্যতেলের চাহিদার প্রায় পুরোটাই আমদানি করতে হয়। দাম নিয়ন্ত্রণে রাখতে, ১৭ অক্টোবর অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত পাম অয়েল ও সয়াবিন বীজ আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। এতে বাজারে দাম কমার কথা থাকলেও উল্টো বাড়ছে।

গত এক মাসে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে লিটারে। বাজারে এখন খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা। তবে নির্ধারিত দরেই অর্থাৎ ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল।

এ ছাড়া খোলা পাম অয়েলের লিটার বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। মাসখানেক আগেও প্রতি লিটার খোলা সয়াবিন ১৫৫ এবং পাম অয়েল ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়েছিল। টিসিবির হিসাবে, গত এক মাসের ব্যবধানে খোলা সয়াবিনের দাম ১১ শতাংশ ও পাম অয়েলের দাম সাড়ে ১১ শতাংশ বেড়েছে।

সর্বশেষ সংবাদ

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা....

এই বিভাগের অন্যান্য সংবাদ