spot_img

প্রকল্পের জন্য নির্ধারিত সময় কোনভাবে বাড়ানো হবে না: সৈয়দা রিজওয়ানা

অবশ্যই পরুন

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকল্পের জন্য নির্ধারিত সময় কোনভাবে বাড়ানো হবে না। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে, সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্হানীয় প্রশাসন এবং জনগনকে যুক্ত করা হবে। নেয়া হবে তাদের মতামতও।

তিনি আরও বলেন, প্রকল্পের জন্য নির্ধারিত সময় বাড়লেই ব্যয় বাড়ে। যার সাথে দুর্নীতি জড়িত বলেও অভিযোগ করেন সৈয়দা রিজওয়ানা।

এদিকে, পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়।

তিনি আরও বলেন, কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবেনা। প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হবে সরকার।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ