spot_img

মামলার আসামি কি না জানি না, ছাত্র আন্দোলনের সাথে ছিলাম: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বলেছেন, তিনি জানেন না, তিনি কোনো মামলার আসামি কি না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সেখানে পিতার নামের সাথে কোনো অমিল রয়েছে।’

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে এসব মন্তব্য করেন তিনি। তিনি জানান, ছাত্র আন্দোলনের চেতনার সঙ্গে ছিলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে তিনি কঠোর পরিশ্রম করবেন। বলেন, ‘মানুষের কষ্ট আমি বুঝি, এবং এই দায়িত্বকে আমি একটি কর্তব্য হিসেবে দেখছি।’

দায়িত্ব নেয়ার আগে ব্যবসায়ী হিসেবে তার সব ধরনের কার্যক্রম থেকে তিনি অব্যাহতি নিয়েছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

সর্বশেষ সংবাদ

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল রাখার প্রস্তাব

৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। এ আসরে উদযাপন করা হবে বিশ্বকাপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ