spot_img

বিয়ের আগে নিককে যে শর্ত দিয়েছিলেন প্রিয়াঙ্কা

অবশ্যই পরুন

তারকা দম্পতি নিক জোনাস-প্রিয়াংকা চোপড়া। বয়সে নিক জোনাসের থেকে প্রিয়াংকা চোপড়া ১০ বছরের বড়। তবুও ভালোবাসয় বাধা হয়নি বয়স। যদিও তা নিয়ে নেটাগরিকের একাংশ কম ট্রল করেননি। সব সমালোচনা ছাপিয়ে এখন এক সন্তানের বাবা-মা প্রিয়াংকা এবং নিক।

২০১৮ সালে ভালোবেসে ঘর বাধেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস দম্পতি। তবে জানেন কি বিয়ের আগে নিককে শর্ত দিয়েছিলেন এই অভিনেত্রী। সেই শর্ত মেনেই বিয়ে করেন মার্কিন পপ তারকা।

চলতি মাসে দীপাবলি উপলক্ষে একসঙ্গে সময় কাটিয়েছেন চোপড়া-জোনাস পরিবারের সদস্যেরা। সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। বলা চলে বেশ ভালোভাবেই ভারতীয় সংস্কৃতি রপ্ত করেছেন নিক। তবে পেশাগত কারণে সারা বছর ব্যস্ততার মধ্যেই কাটে এই দম্পতির। ভৌগোলিক দূরত্ব যে থাকবেই তা তাঁদের জানাই ছিল।

সম্পর্কের প্রথম থেকেই এই দূরত্ব না-কি তাঁদের দাম্পত্যের প্রতিবন্ধকতা। সেই কারণেই বিয়ের আগে স্বামীকে শর্ত দেন প্রিয়াংকা। বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন না কেন মাসের একটা নির্দিষ্ট সময় কয়েকটা দিন একসঙ্গে কাটাতেই হবে তাঁদের।

প্রিয়াংকা কথায়, ‘আমাদের প্রতি তিন সপ্তাহ অন্তর দেখা হয়। আমরা মাসে একবার অন্তত কয়েকটা দিন একসঙ্গে থাকবই, বিশ্বের যে কোনো প্রান্তে থাকি না কেন।’ এত বছর হয়ে গিয়েছে, কখনো বিশ্বের নানা শহরে শো করছেন নিক, অন্য দিকে কখনো ভারতে, কখনো ইউরোপের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয় প্রিয়াংকাকে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। খ্রিস্ট ও হিন্দু— দুই সম্প্রদায়ের রীতি মেনেই বিয়ে হয়। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াংকা। সমাজমাধ্যমের আনাচে কানাচে তাঁদের সুখী গৃহকোণের ছবি স্পষ্ট।

সর্বশেষ সংবাদ

সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০...

এই বিভাগের অন্যান্য সংবাদ