spot_img

উ. কোরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তিকে আইন হিসেবে স্বাক্ষর পুতিনের

অবশ্যই পরুন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব চুক্তিকে আইন হিসেবে স্বাক্ষর করেছেন। এই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টি অন্তুর্ভুক্ত রয়েছে।

শনিবার প্রকাশিত রাশিয়ার সরকারি এক আদেশে এ কথা জানানো হয়।

পিয়ংইয়ংয়ে জুন মাসে এক শীর্ষ পর্যায়ের বৈঠকের পর পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে এক পক্ষকে অন্য পক্ষের সহযোগিতার জন্য এগিয়ে আসার কথা বলা হয়েছে।

চলতি সপ্তাহে রুশ সংসদের উচ্চকক্ষ চুক্তিটি অনুমোদন করে, নিম্নকক্ষ গত মাসেই তা অনুমোদন করেছিল। এই অনুমোদনের বিষয়টিকে পুতিন আইন হিসেবে স্বাক্ষর করেন, যা আইনি প্রক্রিয়ার রূপরেখাসহ শনিবার সরকারি ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রনে পুরো দমে তার আক্রমণ শুরুর পর এই চুক্তির ফলে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো।

দক্ষিণ কোরিয়া ও পাশ্চাত্যের রাষ্ট্রগুলো থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিয়েছে। ইউক্রেনের ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, তারা রাশিয়ার আক্রমণের ক্ষেত্রগুলোতে অস্ত্রের সন্ধান পেয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেন, উত্তর কোরিয়া রাশিয়ায় ১১ হাজার সৈন্য পাঠিয়েছে এবং তাদের কেউ কেউ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা কুরস্কে, কিয়েভ বাহিনীর সাথে প্রত্যক্ষ লড়াইয়ে হতাহত হয়েছে।

রাশিয়া উত্তর কোরিয়ার সৈন্যদের উপস্থিতির কথা নিশ্চিত করেনি।
সূত্র : ভিওএ

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ