spot_img

সাকিবের চোখে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার যারা

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এমন অনেকেই বর্তমানে পাদপ্রদীপের বাইরে আছেন। তাদের কেউ কেউ এখনও খেলে যাচ্ছেন, কেউই আবার অনানুষ্ঠানিকভাবেই বিদায় হয়েছে ক্রিকেট থেকে। তেমনই বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের তিন ফরম্যাটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। যাদেরকে তিনি ‘দুর্ভাগা’ বলে অবহিত করেছেন। তার মতে তাদের ক্যারিয়ার ছিল প্রত্যাশার তুলনায় অনেক সংক্ষিপ্ত।

এই মুহূর্তে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের জার্সি গায়ে ২২ গজ মাতাতে প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। সেখানেই সম্প্রতি তিনি সাক্ষাৎকার দিয়েছেন বাংলা টাইগার্সের মিডিয়া বিভাগকে। সেই সাক্ষাৎকারের একটি অংশ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছে বাংলা টাইগার্স। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

যেখানে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস এবং মোহাম্মদ মিঠুনসহ আরও অনেক খেলোয়াড় আছেন যাদের ক্যারিয়ার তাদের দক্ষতার তুলনায় বেশ কম সময় ধরে চলেছে। সাকিবের মতে, এসব ক্রিকেটাররা যদি আরও বেশি সুযোগ পেতেন, তাদের ক্যারিয়ার আরও সফল হতে পারত। তবে সাকিব এটাও স্বীকার করেন যে জাতীয় দলে টিকে থাকতে হলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হয় এবং দলীয় কম্বিনেশন ও অন্যান্য ফর্ম সম্পর্কিত বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরকম আসলে অনেক অনেক…(যাদের ক্যারিয়ার দীর্ঘ হয়নি), এর কারণ নির্বাচকরা ভালো উত্তর দিতে পারবেন।

ক্যারিয়ারের এই বাস্তবতা নিয়ে সাকিব আরও বলেন, আসলে খেলাটাই এমন। আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেয়াও আসলে সম্ভব না।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ