spot_img

মাস্ক না পরায় দেড় বছরের শিশুকে জরিমানা!

অবশ্যই পরুন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের লাগাম টেনে ধরতে নানা ধরনের চেষ্টা করে যাচ্ছে ভারত। এর অংশ হিসেবে জনগণকে মাস্ক পড়ায় বাধ্য করতে নেয়া হচ্ছে নানা কঠোর পদক্ষেপও। তবে এসব করতে গিয়ে সেখানে ঘটছে বিভিন্ন অপ্রত্যাসিত ঘটনাও।

সম্প্রতি মধ্য প্রদেশের ওল্ড গালা মান্ডিতে ঠিকভাবে মাস্ক না পরার জন্য জরিমানা দিতে হয়েছে দেড় বছরের এক শিশুকে। তার অভিভাবকের কাছ থেকে এজন্য নগদ ১০০ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ।

মধ্য প্রদেশের হাউসিং বোর্ড কলোনি থেকে গাড়ি নিয়ে ওল্ড গালা মান্ডিতে ফিরছিল একটি পরিবার। তাদের সঙ্গে ছিল দেড় বছরের এক শিশুও।

গালা মান্ডিতে পৌঁছানোর কিছু আগে পুলিশের চেক পয়েন্টে তাদের গাড়ি দাঁড় করানো হয়। এসময় গাড়ির মধ্যে বসে থাকা দেড় বছরের শিশুর মাস্ক মুখে ছিল না। একটা কান থেকে ঝুলছিল। তা নজরে পড়তেই জরিমানা করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বেশির ভাগ মানুষই মাস্কের ঠিকমতো ব্যবহার জানেন না। কখনও মাস্ক কানে ঝোলে, কখনও নাকের নিচে নেমে থাকে, আবার কখনও থুতনিতে নামানো থাকে।

এভাবে মাস্ক পরলে সংক্রমণের আশঙ্কা থাকে। দেশে যেভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে তাতে প্রশাসনকে অনেক কড়া হতে হয়েছে। না হলে সংক্রমণ রোধ করা সম্ভব নয়।

তবে বিতর্কের সৃষ্টি করেছে জরিমানার রশিদ। কারণ সেই রশিদে জরিমানা করা শিশুর বয়স ৩৫ বছর বলে উল্লেখ করা হয়েছে। বিতর্কিত এই রশিদ সম্পর্কে কোনো মন্তব্য করেনি পুলিশ।

সূত্র: আনন্দবাজার, ফ্রি প্রেস জার্নাল

সর্বশেষ সংবাদ

সংস্কৃতি মন্ত্রণালয়ের ৭ কর্মসূচি

জুলাইয়ে হত্যাকাণ্ডকে সামনে রেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রম নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ