spot_img

বিমান নামিয়ে সাংবাদিক আটক বেলারুশে

অবশ্যই পরুন

রোমহর্ষক কাণ্ড। একেবারে হলিউডের সিনেমার ধাঁচে একটি বিমানকে তাদের দেশে নামতে বাধ্য করল বেলারুশ। তারপর বিমানের যাত্রী সাংবাদিক রামান প্রাটাসেভিচকে ধরে বেলারুশের সেনা। বিমান যখন নামছে, তখন ২৬ বছর বয়সী সাংবাদিক তার সহযাত্রীদের বলেন, ‘আমাকে ওরা ফাঁসিতে ঝোলাবে।’ রেডিও ফ্রি ইউরোপের বেলারুশ বিভাগ এই খবর প্রচার করেছে।

প্রাটাসেভিচের অপরাধ তিনি প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরোধী। প্রেসিডেন্ট-বিরোধী আন্দোলনকে তিনি সমর্থন করেন, তা নিয়ে খবর করেছেন এবং বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন।

প্রাটাসেভিচের বিমানটি গ্রিস থেকে লিথুয়ানিয়া যাচ্ছিল। বেলারুশের উপর দিয়ে যখন বিমানটি যাচ্ছিল, তখনই হঠাৎ তার দিকবদল করা হয়। এক যাত্রী জানিয়েছেন, বিমানটি হঠাৎ দিকবদল করতেই একজন যাত্রী খুবই ভয় পেয়ে যান। তিনি ভয়ে কাঁপতে থাকেন। তিনিই হলেন প্রাটাসেভিচ।

বেলারুশের সরকারপন্থি মিডিয়ার খবর, বিমানে বোমাতঙ্কের খবর ছিল। প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নির্দেশ দিয়েছিলেন যে, মিগ যুদ্ধবিমান পাঠিয়ে যাত্রীবাহী বিমানটিকে মিনস্কে নামানো হোক। নামানোর পর বিমানে অবশ্য কোনো বোমা পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ