spot_img

শর্তসাপেক্ষে সোমবার থেকে চালু হচ্ছে ট্রেন

অবশ্যই পরুন

বিধিনিষেধ বহাল রেখে ৩০ মে পর্যন্ত আবারও বেড়েছে লকডাউন। তবে এবার সব ধরণের গণপরিবহন চালুর ঘোষণা দেয়া হয়েছে। বাসের পাশাপাশি চলবে ট্রেনও।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, সোমবার থেকে আন্তঃনগর ও লোকাল ট্রেন চালু করা হবে।

রোববার (২৩ মে) দুপুরে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। এসময় তিনি আরও বলেন, আগামীকাল সোমবার থেকে ৫৬টি আন্তঃনগর ট্রেন এবং ১৮টি লোকাল ট্রেন চালু হবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার থেকে আন্তঃজেলাসহ সকল ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। যাত্রীসহ সকলকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

হোটেল-রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাবে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ