spot_img

কুয়েতে ইসরায়েলের পতাকা পুড়িয়ে বিক্ষোভ

অবশ্যই পরুন

ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের আগ্রাসন ও হামলার ঘটনায় সাধারণ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন কুয়েতের কয়েকশ’ মানুষ। করোনাভাইরাস মহামারির কঠোর বিধিনিষেধের মধ্যেও বুধবার কুয়েত সিটিতে সমবেত হয়ে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানান তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যথাযথ করোনাবিধি মেনে অল্প কিছু মানুষকে পায়ে হেঁটে প্রধান চত্বরে গিয়ে বিক্ষোভ করার অনুমতি দেয় কুয়েতি প্রশাসন।

এসময় বিক্ষোভকারীরা ‘ডেথ টু ইসরায়েল’ (ইসরায়েলের মৃত্যু পর্যন্ত) স্লোগান দেন এবং ইসরায়েলের একটি পতাকায় আগুন ধরিয়ে দেন। একই সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাতিলের আহ্বানও জানান তারা।

ওসামা আল-জাহিদ নামে কুয়েতের এক রাজনীতিক বলেন, আমরা জিসিসিতে (উপসাগরীয় সহযোগিতা সংস্থা) আমাদের বন্ধুদের কাছে বার্তা পাঠাচ্ছি যে, ইহুদিদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ উপকার করবে না। এটি শুধু ফিলিস্তিনি জনগণের হত্যাকারীদেরই সাহায্য করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিভিন্ন মহলের চাপ উপেক্ষা করেই টানা ১১তম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জন। এর মধ্যে ৬৪ শিশুও রয়েছে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ