spot_img

মোহামেডানে খেলার অনুমতি মিলেছে সাকিবের

অবশ্যই পরুন

ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ কবে ম্যাচ খেলেছেন; এমন প্রশ্নে হয়তো ধন্ধেই পড়ে যাবেন সাকিব আল হাসান। পাঁচ বছর আগে ঘরোয়া এই ওয়ানডে লিগে খেলেছেন তিনি। চোট, আন্তর্জাতিক সিরিজের চাপ, নিষেধাজ্ঞাসহ আরও কিছু কারণে প্রিমিয়ার লিগের গত কয়েকটি আসরে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। এবার প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখা যাবে তাকে।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সময়ই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পান সাকিব। তাকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। কিন্তু আইপিএল থেকে দেশে ফিরে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলার আগ্রহের কথা জানান বাংলাদেশ অলরাউন্ডার। একই সময়ে পিএসএল চলবে, কিন্তু সাকিব বেছে নিয়েছেন প্রিমিয়ার লিগকে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে ঈদের আগে টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর আবেদন করেছিলেন সাকিব। অভিজ্ঞ এই ক্রিকেটারকে মোহামেডানের হয়ে খেলার অনুমতি দিয়েছে সিসিডিএম। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

তিনি বলেন, ‘ঈদের আগে আমাদের কাছে একটা আবেদন আসে যে, মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে চান সাকিব। ঈদের ছুটি শেষে অফিস খোলার পর আমরা সব দিক বিবেচনা করেছি। গত দুই লিগে সাকিবের কোনো দল ছিল না, ফ্রি একজন খেলোয়াড় হিসেবে তার মোহামেডানের হয়ে খেলতে বাধা নেই। তাকে আমরা খেলার অনুমতি দিয়েছি।’

সর্বশেষ ২০১৬ সালে প্রিমিয়ার লিগে খেলেন সাকিব। সেবারের শিরোপজয়ী আবাহনী লিমিটেডের হয়ে ৮ ম্যাচে ১৮ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। ৭ ইনিংসে ব্যাটিং করে ৩০.০০ গড়ে ২১০ রান করেন তিনি। পাঁচ বছর পর প্রিমিয়ার লিগে আবাহনীরই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব।

করোনা প্রকোপে গত বছর প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যায়। লম্বা বিরতির পর আগামী ৩১ মে মাঠে গড়াতে যাচ্ছে আসরটি। প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমে হিসেবে আসরেটিকে ধরা হলেও এবার ভিন্ন ফরম্যাটে খেলা হবে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ।

সর্বশেষ সংবাদ

একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ