spot_img

পাঁচ বছর পর ফরাসি স্কোয়াডে করিম বেনজেমা

অবশ্যই পরুন

পাঁচ বছর পর ফ্রান্সের জাতীয় দলে ডাক পেয়েছেন করিম বেনজেমা। আসন্ন ২০২১ ইউরোর দল ঘোষণার সময় তাকে দলে রাখার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছে এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

পরে রিয়াল মাদ্রিদের অফিশিয়াল ফেসবুক পেজেও তাকে অভিনন্দন জানানো হয়। ২০১৫ সালে ‘সেক্স টেপ’ দিয়ে সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে বেনজেমা কোচ দিদিয়ের দেশমের দল থেকে বাদ পড়েন।

কিন্তু তারপর থেকে নিয়মিত ভালো পারফরমেন্সের পরও জাতীয় দলে একরকম নিষিদ্ধই হয়ে পড়েছিলেন তিনি। এর মধ্যেই ২০১৮ সালে তাকে ছাড়াই বিশ্বকাপ জয় করে ফ্রান্স।

উল্লেখ্য, গত সোমবার করিম বেনজেমা ২০২০-২১ সালের সেরা ফ্রেঞ্চ খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন। এরপর থেকেই তার জন্য জাতীয় দলের দরজা খুলতে পারে বলে ধারণা করা হচ্ছিলো।

ইউরোতে গ্রিজম্যান ও এমবাপ্পের সাথে ফরোয়ার্ডে তিনি আগুন ঝরাবেন বলেই ধারণা করছে ফুটবল সমর্থকেরা।

সর্বশেষ সংবাদ

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টারের সূচি ঘোষণা, কে কার প্রতিপক্ষ

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ