দু’দিন বিরতির পর ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আবারও ৪ হাজারের বেশি মৃত্যু দেখলো ভারত। দেশটিতে মোট প্রাণহানি ২৭ লাখের ওপর। এক সপ্তাহেই মহামারিতে প্রাণ হারিয়েছেন ২৮ হাজারের বেশি ভারতীয়।
অন্যদিকে, গেলো সপ্তাহের তুলনায় সংক্রমণ শনাক্তের হার কমেছে ১৬ শতাংশ পর্যন্ত। মে মাসের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত ২৪ লাখ মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। মৃত্যু-সংক্রমণের দিক থেকে এখনো শীর্ষে মহারাষ্ট্র। রোববারও রাজ্যটিতে প্রাণ হারিয়েছেন ৯৭৪ জন। এরপরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ এবং পুদুচেরি।
রাজধানী নয়াদিল্লিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় কিছুটা লাগাম টানা গেছে করোনা বিস্তারের। দু’লাখ ৮২ হাজারের মতো মানুষের দেহে নতুনভাবে শনাক্ত হলো করোনা। মোট সংক্রমিত আড়াই কোটির মতো