spot_img

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অবস্থা এখনও সংকটাপন্ন

অবশ্যই পরুন

বোমা বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদের শরীরে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এ খবর জানিয়েছে।

খবর বলা হয়, শুক্রবার তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি এখন আইসিইউতে রয়েছেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, দেশটির নেতারা নাশিদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার পর দ্রুত নাশিদকে দেশটির এডিকে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে তিনবার অস্ত্রোপচার করতে হয়েছে।

নাশিদের ভাই নাজিম সত্তার বলেন, তার অস্ত্রোপচার শেষ হয়েছে। সুস্থ হওয়ার জন্য এখন দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হবে।

তার দুই সামরিক দেহরক্ষীও বোমায় আহত হয়েছেন। এই বিস্ফোরণকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে পুলিশ।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, নাশিদের ওপর হামলা দেশটির গণতন্ত্রের ওপর আঘাত। তিনি এ ঘটনায় দোষীদের  আইনের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৬ মে) সন্ধ্যায় নিজের ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন। তখন মোটরবাইকে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে।

বোমায় মোহাম্মদ নাশিদের শরীরে বেশ কয়েকটি জখম হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য এডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ