spot_img

পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই চলবে ট্রেন: রেলমন্ত্রী

অবশ্যই পরুন

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, পদ্মা সেতু রেল সংযোগের কাজ শেষ হয়েছে ৪১ ভাগ। সেতু উদ্বোধনের দিন থেকেই অন্যান্য যানবাহনের সঙ্গে চলবে রেলও।

মঙ্গলবার (৪ মে) সকালে মাওয়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে এসব বলেন রেলমন্ত্রী।

রেল সংযোগ পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন, এরইমধ্যে শেষ হয়েছে রেল সংযোগের ভায়াডাক্ট -২ এর সেগমেন্টাল গার্ডার বসানোর কাজ। আগামী বছরের জুনে যখন পদ্মা সেতু জনগণের জন্যে উন্মুক্ত করা হবে, তখন মাওয়া-ভাঙ্গা সেকশনের রেল চালু করা হবে।

রেলমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু চালুর দিনই মাওয়া থেকে সেতুর ওপর দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল নেটওয়ার্কে যুক্ত হবে রেল। সে লক্ষ্যেই ভাঙা রেলস্টেশনকে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেও কাজের গতি ধরে রাখায় প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রেলমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ