চলমান করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে বিভিন্ন দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়াও।
কিন্তু শুক্রবার (৩০ এপ্রিল) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে যদি কোনো অস্ট্রেলিয়ান নাগরিক ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরেন তাহলে তাকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি গুণতে হবে জরিমানাও। জরিমানার পরিমাণ নেহাত কম নয়, ৩৭ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যেটা ৪৩ লাখ ৩৪ হাজার টাকা। খবর বিবিসি’র।
আগামী সোমবার থেকে যেকেউ ভারতে ১৪ দিনের অধিক থেকে থাকলে তিনি আর অস্ট্রেলিয়ার ফিরতে পারবেন না। তাদের ফেরাটাকে নিষিদ্ধ করা হয়েছে।
ভারতে বর্তমানে ৯ হাজারের মতো অস্ট্রেলিয়ান বাস করেন। বর্তমান পরিস্থিতিতে তাদের মধ্যে ৬০০ জনের অবস্থা করুণ। তারা সরকারের এমন সিদ্ধান্তকে নির্মম বলে উল্লেখ করেছেন।
ডা. ভয়োম শার্মা অস্ট্রেলিয়া টিভিকে বলেন, ‘আমাদের পরিবার ভারতে বলতে গেলে মারা যাচ্ছে। কিন্তু দেশে ফিরতে পারছে না। তাদের সেখান থেকে উদ্ধার করারও কোনো উপায় পাচ্ছি না। এটা সত্যিই নির্মম। সরকারের এমন সিদ্ধান্ত যথাযথ হয়নি।’