করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ। গত দুই সপ্তাহ ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো মেম্বার ও সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
তিনি বলেন, করোনা রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ফজলে হোসেন বাদশাহকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন ও এমপি হোস্টেলে (ন্যাম ভবনে) নিজের বাসায় অবস্থান করছেন।
দেশে করোনার গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে টিকা নেন ফজলে হোসেন বাদশা। তিনিই রাজশাহীতে প্রথম টিকা গ্রহণ করেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
এর ছয় দিন পর ১৪ এপ্রিল তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। পরদিন তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় আনা হয়। সেখানে মেডিক্যাল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হয়।