spot_img

ভ্যাকসিন বণ্টনে সমতা চায় চীনসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশ

অবশ্যই পরুন

করোনাভাইরাসের ভ্যাকসিন বণ্টনে সমতা ও ন্যায্যতার দাবি জানিয়েছে চীন এবং দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ। চীন এবং দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের গতকালের ভার্চুয়াল বৈঠক নিয়ে আজ একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে তারা ভ্যাকসিন জাতীয়তাবাদ ও করোনাভাইরাসের উৎস নিয়ে রাজনীতির বিরোধিতা করেছেন। ভ্যাকসিন বণ্টনে সমতা ও ন্যায্যতারও দাবি জানিয়েছেন তারা।

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখন সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তা হলো ভ্যাকসিন ও অর্থনৈতিক পুনরুদ্ধার। এই লক্ষ্যে চীনের নেতৃত্বে ‘চায়না-সাউথ এশিয়া প্ল্যাটফর্ম ফর কোভিড-১৯ কনসালটেশন, কোঅপারেশন অ্যান্ড পোস্ট প্যান্ডেমিক ইকোনোমিক রিকভারি’ শীর্ষক একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল এই প্ল্যাটফর্মের প্রথম বৈঠক করেন।

যৌথ বিবৃতিতে আজ বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ভ্যাকসিন বিতরণে সমতা ও ন্যায্যতার নীতি অনুযায়ী হওয়া উচিত বলে পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন।

চীন তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে প্ল্যাটফর্মে যুক্ত দেশগুলোকে মেডিকেল ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। করোনার জরুরি চিকিৎসা সুবিধা, দারিদ্র্য বিমোচন ও ই-বাণিজ্য প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছে দেশটি। বাংলাদেশ মেডিকেল-গ্রেড অক্সিজেন এবং ভ্যাকসিন সরবরাহের ওপর জোর দিয়েছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ