আসিয়ান নেতাদের সমর্থন চায় মিয়ানমারের ঐক্য সরকারদক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান নেতাদের সমর্থন চেয়েছে মিয়ানমারের ঐক্য সরকার। দেশটির ক্ষমতাচ্যূত আইণপ্রণেতাদের নিয়ে গঠিত ঐক্য সরকারের প্রধানমন্ত্রী মান ইয়ান খাইং থান এই আহ্বান জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার জাকার্তায় মিয়ানমার ইস্যুতে ডাকা সম্মেলনে জোটের নেতাদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু’চিসহ সব রাজনৈতিক নেতার মুক্তির বিষয়ে উদ্যোগ নিতে আসিয়ান নেতাদের প্রতি আহ্বান জানান মান ইয়ান খাইং থান।
এদিকে, গ্রেফতার হওয়া জান্তা সরকার বিরোধী আন্দোলনকারীরা তাদের ওপর নির্যাতনের অভিযোগ করেছেন। তবে, দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থিতিশীলতা আনার জন্যই কঠোর হচ্ছে প্রশাসন।
অন্যদিকে, মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আহবান জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা।