জুভেন্তাসে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। তাই এই গ্রীষ্মে পর্তুগিজ সুপারস্টার ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন। এ ক্ষেত্রে ফরাসি ক্লাব পিএসজি রোনালদোকে দলে ভেড়াতে অনেকটাই এগিয়ে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম।
রোনারদোর এজেন্ট জর্জ মেন্দেস ক’দিন আগে সিআর সেভেনের ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার সম্ভাবনার কথা বলেছেন। তবে ইতালিয়ান ক্রীড়া দৈনিক টুটোস্পোর্ট জানাচ্ছে, রোনালদোকে প্রলুব্ধ করতে রেড ডেভিলসদের থেকে পিএসজি অনেকটাই এগিয়ে গেছে।
৩৭ বছর বয়সী রোনালদো জুভেন্তাসে ছন্দে নেই ব্যাপারটা এমন নয়। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী বরং সেই তারুণ্যের মতোই খেলে যাচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৯ ম্যাচে ৩২ গোল করেছেন। কিন্তু দল যে মোটেও সুবিধা করতে পারছে না।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে রোনালদোকে দলে ভিড়িয়েছিল জুভরা। টানা নয়বারের সিরি আ চ্যাম্পিয়ন তারা। অথচ তুরিনের ক্লাবটি চলতি মৌসুমে সিরি আর শিরোপার রেস থেকে ছিটকে গেছে এরই মধ্যে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারবে কি-না এনিয়ে রয়েছে সংশয়।
তাই বলা হচ্ছে ইতালিতে রোনালদোর ভবিষ্যৎ সুতোয় ঝুলছে। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে ইউরোপের শীর্ষস্থানীয় অন্য ক্লাবগুলো। যদিও রোনালদোর সঙ্গে জুভেন্তাসের চুক্তি ২০২২ সাল পর্যন্ত।
এটা অনেকেরই ধারণা যে রোনালদো নতুন ক্লাব পছন্দের ক্ষেত্রে সেই ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা বিবেচনা করবেন। সেই সঙ্গে মূল আক্রমণ ভাগে মানিয়ে নিতে যথেষ্ট সময় তিনি পাবেন কি-না সেটিও হবে বড় বিষয়। এ ক্ষেত্রেও এগিয়ে থাকছে পিএসজি।
এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড উচ্চ মূল্যে খেলোয়াড়দের দলে ভেড়াতে কম আগ্রহী বলেও গুঞ্জন রয়েছে। পিএসজি অবশ্য এখানে বিপরীত মেরুতে। তাহলে প্যারিসই কি হচ্ছে রোনালদোর নতুন ঠিকানা? উত্তর জানতে আপাতত অপেক্ষাতেই থাকতে হচ্ছে।