ভারত থেকে টিকা আসা বিলম্ব হওয়ায় এবং বন্ধ হয়ে যাওয়ায় আমরা যেখান থেকে পাব সেখান থেকে টিকা নেব। এমন কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ ব্যপারে চীন বাংলাদেশের সহযোগিতার জন্য সম্মতি জানিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, যখন কোনো দেশের টিকা প্রয়োজন হবে তখন তারা এই সুবিধা থেকে সাহায্য নিবেন। তাছাড়া তারা তিনটি সুবিধা দেবে। একটি হচ্ছে- পোস্ট কোভিড প্রোভারট্রি অভিযোগ। দ্বিতীয়ত, করোনার কারণে দেশে দেশে যে দারিদ্র বাড়ছে তারা সেটা জানতে চায়। আর দারিদ্র যেন না বাড়ে সে বিষয়ে কাজ করতে চায়।