spot_img

তুরস্কে ৪৫৯ সেনাসহ ৫৩২ জনকে গ্রেপ্তারের নির্দেশ

অবশ্যই পরুন

সেনাবাহিনীর ৪৫৯ জন সদস্যসহ ৫৩২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রসিকিউটররা। তারা সবাই ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন আদালত। সোমবার (২৬ এপ্রিল) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারক ফেথুল্লাহ গুলেনের নেটওয়ার্কের বিরুদ্ধে টানা ধারাবাহিক ক্র্যাকডাউনের অংশ হিসেবে তুরস্কের ৬২টি প্রদেশে এই তদন্ত চালানো হচ্ছে। ২০১৬ সালের ওই ঘটনায় ২৫০ এর অধিক মানুষ নিহত হয়েছিল। অবশ্য সকল অভিযোগ অস্বীকার করে আসছে ফেথুল্লাহ গুলেন।

রাজধানী ইস্তাম্বুলের প্রসিকিউটররা ২৫৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। যাদের মধ্যে আছেন তুর্কি সেনাবাহিনীর ৪ জন কর্নেল, এক জন লেফটেন্যান্ট কর্নেল, ৯ জন মেজর এবং ২৪ জন ক্যাপ্টেন। পশ্চিমের শহর ইজমিরের প্রসিকিউটররা ২৭৪ জনকে আটকের নির্দেশ দিয়েছেন। তাদের মধ্যেও অধিকাংশই সেনা কর্মকর্তা।

বিতর্কিত সামরিক অভ্যুত্থানের ওই ঘটনায় প্রায় ৮০ হাজার সন্দেহভাজনের বিচার মুলতবি রাখা হয়েছে। প্রায় দেড় লাখ বেসামরিক কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য এবং অন্যান্যদের বরখাস্ত করা হয়েছে। ২০ হাজারেরও বেশি সেনাকে বরখাস্ত করেছে তুর্কি সরকার।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ