spot_img

একশ কোটি ডোজ টিকার মাইলফলক ছুঁলো বিশ্ব

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে একশ কোটির বেশি কোভিড-১৯ টিকার ডোজ মানুষকে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক হিসাবের বরাতে রোববার এ খবর জানা গেছে। তবে এসব টিকার অর্ধেকের বেশি ডোজ দেওয়া হয়েছে বিশ্বের মাত্র তিনটি দেশে।

বিভিন্ন দেশের সরকারি হিসাবের মাধ্যমে করা এএফপির ওই টালি অনুযায়ী গতকাল শনিবার পর্যন্ত বিশ্বে মোট একশ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৫৪০ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার শুরুর পাঁচ মাসের মাথায় এই মাইলফলক ছুঁয়েছে বিশ্ব।

বিশ্ব এমন একদিনে এই মাইলফলক ছুঁল যেদিন বিশ্বজুড়ে একদিনে রেকর্ড ৮ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ মহামারি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। এরমধ্যে প্রায় অর্ধেক ভারতে। করোনায় বিপর্যস্ত ভারতে গতদিন প্রায় সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।

শনিবার পর্যন্ত বিশ্বে মোট একশ কোটি ডোজ টিকার মধ্যে ৫৮ শতাংশ টিকা দেওয়া হয়েছে তিনটি দেশে। ২২ কোটি ৫৬ লাখ ডোজ টিকা দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে চীনে ২১ কোটি ৬১ লাখ এবং ভারতে ১৩ কোটি ৮৪ লাখ ডোজ দেওয়া হয়েছে।

তবে দেশের মোট জনগোষ্ঠীকে টিকা দেওয়ার হারে শীর্ষে রয়েছে ইসরায়েল। টিকাদান কর্মসূচি শুরুর করার এক মাসের মধ্যে দেশটি প্রতি দশ জন নাগরিকের মধ্যে ৬ জন অর্থাৎ ৬০ শতাংশ মানুষকে করোনার টিকার দুটি কিংবা সম্পূর্ণ ডোজ দিয়েছে।

টিকা দেওয়ার হারে এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি মোট জনগোষ্ঠীর ৫১ শতাংশকে টিকা দিয়েছে। এরপর যুক্তরাজ্য ৪৯ শতাংশ, যুক্তরাষ্ট্র ৪২ শতাংশ, চিলি ৪১ শতাংশ, বাহরাইন ৩৮ শতাংশ এবং উরুগুয়ে ৩২ শতাংশকে টিকা দিয়েছে।

ইউরোপের ২৭ দেশের জোট ইইউ ১২ কোটি ৮০ লাখ ডোজ টিকা দিয়েছে; যা জোটভূক্ত দেশগুলোর মোট জনগোষ্ঠীর ২১ শতাংশ। ইইউ জোটের মধ্যে ৪৭ শতাংশকে টিকা দিয়ে শীর্ষে রয়েছে মাল্টা। হাঙ্গেরি ৩৭ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

তবে টিকার সরবরাহে ঘাটতির কারণে ইউরোপে টিকাদান কর্মসূচি ব্যহত হয়েছে। জার্মানি এ পর্যন্ত ২২ দশমিক ৬ শতাংশ মানুষকে টিকা দিয়েছে। এই সংখ্যাটা স্পেনে ২২ দশমিক ৩ শতাংশ, ফ্রান্সে ২০ দশমিক ৫ শতাংশ এবং ইতালিতে ১৯ দশমিক ৯ শতাংশ।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ