হেফাজতে ইসলামের নায়েবে আমির ও সাবেক শিবির নেতা ড. আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৩ সালের শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার মামলা ও সম্প্রতি মোদীবিরোধী সহিংসতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২০ সালের ১৫ নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির নির্বাচিত হন। আব্দুল কাদের ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসেরও মহাসচিব।
জানা যায়, ড. আহমেদ আবদুল কাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৮২ সালে ছাত্র শিবিরকে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হলে তিনি জামায়াতের সঙ্গে আদর্শিক বিরোধে জড়িয়ে পড়েন এবং শিবির থেকে পদত্যাগ করেন। এরপর ১৯৮৩ সালে তিনি ইসলামী যুব শিবির প্রতিষ্ঠা করেন।