spot_img

আলোর স্বল্পতায় শ্রীলঙ্কার ব্যাটিং থামালো

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভাকে এখনও থামাতে পারেননি বাংলাদেশের বোলাররা। দারুণ ছন্দে ব্যাটিং করে যাচ্ছিলেন এই দুই সেঞ্চুরিয়ান। তাদের ব্যাটিং থামলো বৈরী আবহাওয়ায়। দ্বিতীয় দিনের মতো হঠাৎ-ই ক্যান্ডির আকাশ কালো হয়ে উঠেছে। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ রাখা হয়েছে। চুতর্থ দিনের এখনও ৩২ ওভারের খেলা বাকি।

দ্বিতীয় দিনেরও অনেকটা সময় খেলা বাকি থাকতেই মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কা ও বাংলাদেশকে। একই কারণে ২৫ ওভার আগে দিনের খেলা শেষ হয়। এমন হলে সাধারণত ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা চালিয়ে নেওয়া হয়। কিন্তু এই সিরিজে সেটা দেখা যাচ্ছে না। কেন ফ্লাট লাইট জ্বালানো হচ্ছে না, এ বিষয়ে বিসিবি বা শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

১৩৯ ওভার শেষে ৩ উইকেটে ৪৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে এখনও ৮৪ রানে পিছিয়ে স্বাগতিকরা। করুনারত্নে ৩৭৮ বলে ১৯টি চার ১৯২ রানে অপরাজিত আছেন। ধনঞ্জয়া ২৫৯ বলে ১৯টি চারে ১৪১ রানে অপরাজিত আছেন। ইতোমধ্যে এই জুটি থেকে ২৬৭ রান পেয়েছে শ্রীলঙ্কা।

স্কোর:

শ্রীলঙ্কা ১৩৯ ওভারে ৪৫৭/৩ (করুণারত্নে ১৯২*, ধনঞ্জয়া ১৪১*); বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লে

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ