spot_img

কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা দিয়েছনে রুশ প্রেসিডেন্ট পুতিন

অবশ্যই পরুন

কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা দিয়েছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দুইদিনের জলবায়ু বিষয়ক ভার্চুয়াল সম্মেলনের শেষ দিনে এ ঘোষণা দেন পুতিন।

এদিকে, রুশ প্রেসিডেন্টের এ ঘোষণাকে আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কার্বন নিঃসরণে রাশিযার সঙ্গে এক হয়ে কাজ করার কথাও জানান বাইডেন।   শুক্রবার সম্মেলনের শেষ দিনের বক্তব্যে তিনি বলেন, বিশ্ব জলবায়ু রক্ষায় এরই মধ্যে বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু ভবিষ্যতে প্রজন্মকে বৈশ্বিক উষ্ণতা থেকে বাঁচাতে বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসতে হবে।

এরআগে প্রথম দিন ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শেষদিনের সম্মেলনে ২০৫০ সালের মধ্যে ইসরায়েলের কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সর্বশেষ সংবাদ

শেষ মুহূর্তের রোমাঞ্চে ২-১ গোলে জয়ে বাংলাদেশের মালদ্বীপ বধ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল...

এই বিভাগের অন্যান্য সংবাদ