spot_img

মহামারীর মধ্যে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের চতুর্থ মাত্রার নিষেধাজ্ঞা তালিকা ‘লেভেল ফোর: ডু নট ট্র্যাভেল’ এ এবার যুক্ত হলো বাংলাদেশের নাম।

গত ২০ এপ্রিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ নির্দেশিকার এই তালিকা প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, “কোভিড-১৯ মহামারীর উচ্চ সংক্রমণের জন্য সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে ভ্রমণের ওপর যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একটি চতুর্থ মাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে”।

কোভিড-১৯ মহামারীর মধ্যে বাংলাদেশসহ অন্তত ১১৬টি দেশকে ‘ডু নট ট্র্যাভেল’ বা ‘ভ্রমণে বিরত থাকুন’ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তালিকায় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানিসহ আরও কিছু দেশকে ‘কোভিড-১৯ এর অতি উচ্চ সংক্রমণশীল’ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে বিশ্বের ৮০ শতাংশ দেশকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে বাংলাদেশে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) ছাড়া তার আগের চার দিনই দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। গত এক বছরেরও বেশি সময়জুড়ে প্রাণঘাতি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যেই ১০ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত দেশে ১০ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ