করোনাভাইরাসের সংক্রমণ রোধে এখন পর্যন্ত যেসব টিকা আবিস্কৃত হয়েছে তার মধ্যে গ্রহণযোগত্যায় সবচেয়ে এগিয়ে ফাইজার। এ কারণেই এই টিকার চাহিদাও বেশি। অনেক দেশই এই টিকা চেয়ে যুক্তরাষ্টের কাছে আবেদন করেছে, তবে যোগান কম থাকায় সবার চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। এই সুযোগে ফাইজারের নাম দিয়ে নকল টিকা বাজারে ছাড়া হয়েছে। মেক্সিকো ও পোল্যান্ড থেকে সন্দেহজনক এমন কিছু টিকা জব্দের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি। দেশ দুটিতে প্রতি ডোজ টিকা বিক্রি হচ্ছিল ১ হাজার ডলার করে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে ক্ষতিকর নয় এমন নিশ্চয়তার পর মেক্সিকোর একটি ক্লিনিকে ৮০ জনের শরীরে ভুয়া করোনা টিকা দেয়া হয়েছিল। অবশ্য দেশটিতে মহামারীর বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো সুরক্ষামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে না।
মেক্সিকান কর্মকর্তারা জানিয়েছে, নকল ওই টিকার শিশিগুলো বিয়ার কুলারে পাওয়া যায়। প্রাথমিকভাবে ওই গুলোতে বানোয়াট ও মেয়াদোত্তীর্ণ তারিখ শনাক্ত করা হয়েছে।
কোম্পানিটি বলেছে, পোল্যান্ডে বাজেয়াপ্ত শিশিগুলোতে তরলটি একটি প্রসাধনী পদার্থ ছিল। এটি অ্যান্টি-রিঙ্কেল ক্রিম হিসেবে কাজ করে বলে মনে করা হয়।
সূত্র : ডন